banglanewspaper

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে সিরিজ বোমা হামলায় দেড় শতাধিক নিহতের ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঘটনার পর রাষ্ট্রপতি আবদুল হামিদ এক শোকবার্তায় হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তাছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

স্থানীয় সময় রবিবার সকালে শ্রীলঙ্কায় তিনটি গির্জায় ইস্টার সানডে উপলক্ষে প্রার্থনারত খ্রিষ্টানদের ওপর এবং তিনটি পাঁচতারকা হোটেলে সিরিজ বোমা হামলায় দেড় শতাধিক নিহত হন। আহত হয়েছেন পাঁচ শতাধিক।

ট্যাগ: bdnewshour24