banglanewspaper

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের লুজান দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে। 

খবরে বলা হয়, সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় ৫টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভূমিকম্পে দেশটির পামপাঙ্গা প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। পামপাঙ্গায় একটি বিমানবন্দর ও দুটি ভবন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসেপড়া একটি ভবনের নিচে অনেকেই আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রদেশের গভর্নর লিলিয়া পিনেডা জানান, শক্তিশালী এই ভূমিকম্পের পর একটি দোকান থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া লুবাও শহর থেকে আরও দুইটি মৃতদেহ বের করে আনা হয়েছে। যদিও আমরা এখন পর্যন্ত জীবিত অবস্থায় শতাধিক লোককে উদ্ধার করতে সক্ষম হয়েছি। বর্তমানে তারা চিকিৎসার জন্য হাসপাতালে আছেন।’

পামপাঙ্গা প্রাদেশিক এ গভর্নর আরও জানান, ভূমিকম্পের পর গোটা দেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উদ্ধার কাজ পুরোপুরি ব্যাহত হচ্ছে। যে কারণে আমরা জেনারেটরের সাহায্যে বিভিন্ন ভবনের ভেতরে আটকে পড়া লোকদের জীবিত অবস্থায় উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ট্যাগ: bdnewshour24 ফিলিপাইন