banglanewspaper

তৃতীয়বারের মতো বিয়ে করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। গত শুক্রবার তিনি বিয়ে করেন। গত একবছর রোশান সিংয়ের সাথে প্রেম, অতপর প্রেমিক রোশান সিংয়ের গলায় পরিয়েছেন সংসার জীবন সূচনার মালা। শ্রাবন্তীর বিয়ে নিয়ে যতনা  শুভকামনার চাওয়া হয়েছে তারচেয়ে বেশি হয়েছে সমালোচনা।

প্রথম বিয়ে হয়েছিল নির্মাতা রাজিব বিশ্বাসের সঙ্গে, সেটাও ছিল প্রেম করে বিয়ে, সংসার করেন দীর্ঘ ১৩ বছর। রাজিবের ঘড় ছেড়ে সম্পর্কে জড়ান মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে। তাদের বিয়ে করলেও সেই সংসার বেশি দিন টেকেনি। এবার তিনি ৩য় বিয়ে করলেন। শ্রাবন্তীর ৩য় বিয়ে নিয়ে প্রথম স্বামী রাজিব বিশ্বাস মন্তব্য করেছেন।

ভারতীয় গণমাধ্যমের কাছে রাজিব বলেন, ‘শ্রাবন্তী মানুষ হিসেবে খুব ভাল। ভালো অভিনেত্রীও। বিয়ের আগে ১ বছর আমরা প্রেম করেছিলাম। বিয়েটা ভেঙে গেলেও সবসময়ই শুভাকাঙ্ক্ষী। শ্রাবন্তী জীবনে যা চায়, সবই যেন পায়। প্রথম সংসার জীবনে জীবনে শ্রাবন্তীর যা যা পূরণ হয়নি, সেই সব ইচ্ছেপূরণ হোক। এছাড়া রাজিব ও শ্রাবন্তীর সন্তান ঝিনুক শ্রাবন্তীর সঙ্গে থাকে। শ্রাবন্তীর জীবনে সমস্যা এলে ঝিনুককেও তা ছোঁবে। যা চান রা রাজিব। ঝিনুক ভাল থাক, এটাই চান রাজিব।’

শ্রাবন্তীকে নিয়ে ট্রোল ও সমালোচনার ও জবাব দিয়েছেন শ্রাবন্তির প্রথম স্বামী রাজিব বিশ্বাস। রাজিব ‘বিয়েটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। নিজের খুশি থাকাটা প্রত্যেকের নিজের কাছে। যদি কেউ নিজের মনের মানুষ খুঁজে পান, তাহলে তাঁদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এর জন্য ট্রোল করাটা বোকামী।

রাজিব শ্রাবন্তীকে উদ্দেশ্য করে বলেন, শ্রাবন্তী ভীষণ আবেগপ্রবণ। আর সেজন্যই শ্রাবন্তীর জীবনের সিদ্ধান্তগুলো যেন শ্রাবন্তী আবেগের বশে না নেয়, সেই অনুরোধ থাকবে রাজীবের। রাজিব ও শ্রাবন্তীর বিচ্ছেদের পর অনেক দিন চলে গেছে কিন্তু, নতুন করে ঘর বাঁধেননি রাজিব বিশ্বাস। রাজিবও শিগগিরই বিয়ে করবেন বলে জানিয়েছেন। শোবিজের বাইরের একজনের সঙ্গে রাজিবের প্রেম চলছে। আগামী বছর বিয়ে করবেন তারা।

ট্যাগ: bdnewshour24 শ্রাবন্তী