banglanewspaper

বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় তিন ভাই নিক, কেভিন ও জো জোনাসের গড়া ব্যান্ড দল ‘দ্য জোনাস ব্রাদার্স’। ২০০৯ সালে প্রকাশ হয়েছিল এই দলের শেষ অ্যালবাম ‘লাইনস, ভেইনস অ্যান্ড ট্রাইং টাইমস’। এর চার বছর পর অর্থাৎ ২০১৩ সালে ভেঙে যায় ‘দ্য জোনাস ব্রাদার্স’।

তিন মার্কিন পপ গায়কের ভক্তদের জন্য সুখবর হচ্ছে, চলতি বছরে ‘সাকার’ শিরোনামে একটি সিঙ্গেল গান দিয়ে আবার জোড়া লেগেছে ছয় বছর আগে ভেঙে যাওয়া ব্যান্ডদল ‘দ্য জোনাস ব্রাদার্স’। শুধু তাই নয়, দীর্ঘ নয় বছর পর আগামী ৭ জুন মুক্তি পেতে চলেছে তাদের নতুন অ্যালবাম ‘হ্যাপিনেস বিগিনস’।  

জোনাস ব্রাদার্সের সদস্য কেভিন জোনাস তাদের নতুন অ্যালবাম মুক্তির ঘোষণা দিয়ে সম্প্রতি টুইটারে লিখেছেন, ‘দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করিনি। নিজেদের অ্যালবাম বের করার মধ্য দিয়ে আবার ফিরলাম।’ এর আগে গত মার্চে প্রকাশ হয় তাদের সিঙ্গেল গান ‘সাকার’। বিলবোর্ড হট ১০০ তালিকায় শীর্ষে ছিল গানটি।

ট্যাগ: bdnewshour24 অ্যালবাম