banglanewspaper

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ফাহমিদা হক লাবণ্য । তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, ‘ওই শিক্ষার্থীর বাসা শ্যামলী এলাকায়। সেখান থেকে পাঠাওযোগে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি বলেন, ‘শুনেছি এ ঘটনায় পাঠাও চালকও আহত আছেন, তবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। জানার চেষ্টা চলছে।নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।’

ট্যাগ: bdnewshour24 সড়ক বিশ্ববিদ্যালয় ছাত্রীর