banglanewspaper

নতুন ই-বাইক আনল চীনের শাওমি। মডেল হিমো টিওয়ান। এই ই-বাইকের বিশেষত্ব হচ্ছে এটি এক চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এই ইলেকট্রিক সাইকেলে আছে ৯০ মিলিমিটার চওড়া টায়ার। থাকছে মাল্টি ফাংশন কম্বিনেশন সুইচ, ডিজিটাল ডিসপ্লে।

চীনের বাজারে শাওমির নতুন ই-বাইকের দাম ২৯৯৯ ইয়েন। 

৪ জুন থেকে দেশটির বাজারে এটি বিক্রি শুরু হবে।  তবে চীনের বাইরে কবে এই ইলেকট্রিক সাইকেল লঞ্চ হবে তা জানায়নি শাওমি।

ট্যাগ: bdnewshour24 শাওমির ই-বাইক