banglanewspaper

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আইসিসি বিশ্বকাপের আগামী আসরে চার সেমিফাইনালিস্ট হিসেবে বেছে নিয়েছেন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে।

ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো দুই হার্ড হিটার দুরন্ত ফর্মে থাকলেও ওয়েস্ট ইন্ডিজকে প্রথম চারে রাখেননি তিনি। সৌরভের মতে, আসন্ন বিশ্বকাপে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

আগামী ৩০ মে-১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। এই আসরে দশটি দল অংশ নিবে। দলগুলো হলো বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

এবারের আসরে প্রথম লিগ পদ্ধতিতে সবাই সবার মুখোমুখি হবে। অর্থাৎ, প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট টেবিলের সেরা চারটি দল সেমিফাইনালে খেলবে।

ট্যাগ: bdnewshour24 সৌরভ