banglanewspaper

মা ছাড়াই কেটে গেছে জীবনের ৮১ বছর। এর চেয়ে বড় দুঃখ আর কী হতে পারে? চেয়েছেন, মৃত্যুর আগে যেন মাকে একবারের জন্য হলেও দেখতে পান। অবশেষে ৮১ বছর বয়সে প্রথমবারের মত নিজের মায়ের দেখা পেয়েছেন এইলিন ম্যাকেন।

এইলিন ম্যাকেন বড় হয়েছেন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি অনাথ আশ্রমে। ১৯ বছর বয়স থেকে নিজের মাকে খোঁজা শুরু করেন তিনি। 

শুক্রবার (১০ মে) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এইলিন ম্যাককেনের মায়ের বয়স এখন ১০৩ বছর। তিনি থাকেন স্কটল্যান্ডে। 

২০১৮ সালে আইরিশ রেডিও চ্যানেল আরটিইর একটি অনুষ্ঠানে মায়ের সংবাদ পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন এইলিন। চলতি বছরের শুরুর দিকে একজন চিকিৎসক জানান, তার মাকে স্কটল্যান্ডে দেখেছেন তিনি।

এ খবর জানতে পেরে এইলিন এপ্রিল মাসেই স্কটল্যান্ডে ছুটে যান। আর এভাবেই ৮১ বছর পর প্রথমবারের মতো নিজের মাকে দেখেন তিনি। সেখানে মায়ের সঙ্গে তিন দিন কাটান এইলিন। মায়ের সঙ্গে কাটানো এই তিনটি দিনকে জীবনের সেরা তিন দিন বলে অভিহিত করেছেন তিনি। 

এইলিন জানান, স্কটল্যান্ডে গিয়ে তিনি যখন প্রথম তার মা এলিজাবেথকে দেখেন, তখন তিনি (এলিজাবেথ) খবরের কাগজ পড়ছিলেন।

ট্যাগ: bdnewshour24 মায়ের দেখা