banglanewspaper

এই গরমে এসির ঠাণ্ডা হাওয়া যেন প্রাণ জুড়িয়ে দেয়। তবে বেশিক্ষণ এসিওয়ালা কক্ষে থাকলে হতে পারে সর্বনাশ। এসিতে অতিরিক্ত থাকার ফলে নানা সমস্যা হতে পারে, চলুন জেনে নেয়া যাক- 

১. যারা দিনের বেশির ভাগ সময় বা অন্তত টানা ৯-১০ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কাটান, তাদের মধ্যে শ্বাসতন্ত্রের নানা সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। 

২. অতিরিক্ত এসির ব্যবহার কনজাংটিভাইটিস এবং ব্লেফারাইটিস-এর মতো চোখের একাধিক সমস্যা বাড়িয়ে দিতে পারে। এ ছাড়া যারা চোখে লেন্স ব্যবহার করেন, তাদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

৩. অতিরিক্ত এসির ব্যবহারে আর্থাইটিস, ব্লাড প্রেসার বা নানা ধরণের স্নায়ুর সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে।

৪. দীর্ঘক্ষণ এসিতে থাকার ফলে অনেকের অ্যালার্জির সমস্যাও মারাত্মক ভাবে বেড়ে যেতে পারে।

৫. এসিতে দীর্ঘক্ষণ থাকার ফলে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায় এবং ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে।

৬. একাধিক গবেষণায় দেখা গিয়েছে, যে সব মানুষ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে দীর্ঘক্ষণ থাকেন, তাঁরা মাথা ব্যথা বা মানসিক অবসাদের মতো সমস্যায় বেশি ভোগেন।

ট্যাগ: bdnewshour24 এসি