banglanewspaper

সদ্য বিয়ে করেছেন পুরান ঢাকার বাকর খানি ব্যবসায়ী বোকা স্বভাবের তোতা মিয়া। তার সুন্দরী বউ কুলসুম বেগম। তাকে নিয়ে হানিমুনে যান তোতা মিয়া। গিয়ে শুরু হয় নানা ঝামেলা। তার সিনেমা পাগল বউ পড়েন মজনু নামে এক ফটোগ্রাফারের খপ্পরে। নায়িকা হওয়ার শখ জাগে কুলসুম বেগমের। পরিচালক জামানের হাত ধরে তিনি ঢুকে পড়েন এফডিসিতে।

এদিকে বউ হাতছাড়া হয়ে যাওয়ায় বেচারা তোতা মিয়ার সাধের হানিমুন বিষাদে রূপ নেয়। কী করবেন তিনি বুঝে উঠতে পারেন না। এমনই এক মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তোতা মিয়ার হানিমুন’। এখানে তোতা মিয়া চরিত্রে অভিনয় করেছেন আব্দুর নূর সজল এবং তার স্ত্রীর চরিত্রটি করেছেন লাক্স তারকা অর্ষা।

‘তোতা মিয়ার হানিমুন’ রচনা করেছেন আলী সুজন। পরিচালনাও তিনি করেছেন। এটি প্রযোজনা করছে বেঙ্গল ব্রিজ। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। চলছে এডিটিংয়ের কাজ। আসছে ঈদুল ফিতরের দিনে বিকাল সাড়ে ৫টায় নাটকটি এশিয়ান টিভিতে প্রচারিত হবে।

ট্যাগ: bdnewshour24 হানিমুন