banglanewspaper

বলিউড অভিনেতাদের আর যাই হোক, টাকার কোনও অভাব নেই। একবার ছবি হিট দিতে পারলেই কোটি কোটি টাকার সম্পত্তি চলে আসে ঝুলিতে। তেমনই ঘটেছে টাইগার শ্রফের সঙ্গেও। 

এখনও পর্যন্ত জ্যাকি শ্রফের পুত্র টাইগারের ঝুলিতে রয়েছে মাত্র ৬টি ছবি। কিন্তু তাতেই বিপুল সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন টাইগার। ২০১৪ সালে হিরোপান্তি-ছবিতে বলি অভিষেক হয়েছিল তার। টাইগারের অ্যাকশন স্কিল ও বডি দেখে অবশ্য তার ফ্যান খুব একটা কম না। বিশেষ করে জেনারেশন ওয়াইয়ের দারুণ পছন্দের টাইগার। 

টাইমস নাও-এর খবর অনুযায়ী টাইগারের সম্পত্তির পরিমাণ আপাতত ৫৩ কোটি টাকা। এক বছরে তার আয় অন্তত সাড়ে ৬ কোটি টাকা। রয়েছে এস এস জ্যাগুয়ার ১০০, যার দাম সাড়ে চার কোটি টাকা। এছাড়া বান্দ্রায় একটি ফ্ল্যাট রয়েছে সাড়ে ২২ কোটি টাকার।

ট্যাগ: Bdnewshour24