banglanewspaper

সদ্য প্রয়াত কবি হায়াৎ সাইফকে অত্যন্ত নিভৃতচারী, পাঠক ও লেখক হিসেবে নিষ্ঠাবান একজন মানুষ হিসেবে উল্লেখ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে কবির মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের সময় এসব কথা বলেন তিনি। এসময় সেখানে প্রয়াত কবির জানাজাও অনুষ্ঠিত হয়।

এর আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং একাডেমির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত কবির প্রতি শেষ শ্রদ্ধা জানান। কবি নজরুল ইনস্টিটিউট ও জাতীয় কবিতা পরিষদও শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন পর্বে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীন আখতার, অধ্যাপক শামসুজ্জামান খান।

ট্যাগ: Bdnewshour24