banglanewspaper

হিন্দু ধর্মমতে মঙ্গলবার অত্যন্ত শুভদিন। এদিন হনুমানের পুজো করা হয়। সে অনুযায়ী এদিন জীব হত্যা করা খুবই পাপকাজ হিসেবে ধরা হয়। এজন্য মঙ্গলবারে আমিষ ত্যাগ করে নিরামিষ খাবার খেতে বলা হয়। হিন্দু ধর্মমতে মঙ্গলবার নিরামিষ খাবার গ্রহণ করলে জীবনে সব কিছু মঙ্গলময় হয়। এছাড়া বৃহস্পতি এবং শনিবারকেও পবিত্র বার বলে ধরা হয়।

হিন্দু ধর্ম অনুযায়ী মঙ্গলবার আমিষ খাবার খেলে যেসব অমঙ্গল হতে পারে

# মঙ্গলবার হিন্দু ধর্মাবলম্বীরা হনুমানের পুজো করে। অনেকেই মনে করেন হনুমানের পুজো করলে মনের সকল ইচ্ছা পূরণ হয়। অর্থনৈতিক উন্নতি হয়। তবে যদি মঙ্গলবার আমিষ খাবার খাওয়া হয়, তাহলে ফল উল্টো হতে পারে। জীবনে সঙ্কট আরও বাড়তে পারে।

# হনুমানের পুজো করলে আত্মবিশ্বাসের সঙ্গে মনের জোর প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তাই মঙ্গলবার দিন নিরামিষ খাবার গ্রহণ করলে তার আশির্বাদ পাওয়া যায়।

# হনুমানের কৃপা যে ঘরে থাকে, সেই সংসার সুখ-সমৃদ্ধিতে ভরে থাকে। সেখানে কখনও অর্থ কষ্ট হয় না।

# প্রত্যেক মঙ্গলবার কমলা সিঁদুর, লাল মিষ্টি, জেসমিন তেল এবং তুলসীর মালা সহকারে হনুমানের পুজো করলে খুব ভাল ফল পাওয়া যায়। বিশেষ করে তুলসীর মালা হনুমানের খুব প্রিয়।

# যেকোনো মঙ্গলবার নিরামিষ খেয়ে হনুমানের লাল পতাকা কোনো মন্দিরে দান করতে হবে। নিজের বাড়িতেও এই পতাকা লাগানো শুভ।

ট্যাগ: bdnewshour24 হিন্দু নিরামিষ