banglanewspaper

গত বছর লাগাতার কাজ করেছেন অনুশকা শর্মা। অভিনয় করেছেন ‘পরি’, ‘সুই ধাগা’ এবং ‘জিরো’ সিনেমায়। তবে ‘জিরো’র বক্স অফিসে ভরাডুবি হয়েছিল। তার পর থেকে অনুশকা শর্মাকে আর কোনও ছবিতে দেখা যায়নি। নিজের প্রযোজনাতেও ছবি করছেন না এখন। এমনকি ২০১৮ সালের পরে এখনও কোনো সিনেমাতেই স্বাক্ষর করেননি তিনি।

এ বিষয়ে আনুশকা শর্মা বলেছেন, ‘শুধু ফাঁকা সময় ভরানোর জন্য ছবি করার প্রয়োজন নেই। কেরিয়ারে এমন একটা জায়গায় পৌঁছেছি, যখন অভিনেত্রী হিসেবে আমার জায়গাটা নিরাপদ। তিন বছর ধরে টানা কাজ করে যাচ্ছি। প্রতিটা চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়েছে। সেটা কম পরিশ্রম নয়।’

২০১৭ সালে ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে বিয়ে হয় আনুশকার। সবকিছু মিলে সিনেমহলের ধারণা, বিয়ের পর অভিনয়কে তবে বিদায় জানাতে বসছেন এই অভিনেত্রী!

বিরাট কোহালির সঙ্গে বহু ভ্রমণেও গিয়েছেন তিনি। সামনেই বিশ্বকাপ। সেই জন্যেই কি বিরতি? যদিও এ বিষয়ে কিছুই বলেননি অনুশকা।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন আনুশকা। তিনি বলছিলেন, ‘অনলাইন প্ল্যাটফর্ম আর বড় পর্দার জন্য একসঙ্গে প্রযোজনা করছি। অভিনেতা হিসেবে পর্দার সামনে যে কাজগুলো করতে হয়, তার সঙ্গে প্রযোজক হিসেবে পর্দার পেছনের কাজটাও কিছু কম নয়। তবে বিহাইন্ড দ্য সিন আমি কী করি, সেটা সবার জানার দরকার নেই।’

ট্যাগ: bdnewshour24 সিনেমা আনুশকা