banglanewspaper

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এটি যে যথেষ্ট জটিল চোট, এটা জানা ছিলই। তারপরেও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সাকিব খেলবেন না এটি কাল পর্যন্ত বলা হয়নি।

তবে সাকিব ফাইনালে শেষপর্যন্ত খেলছেন না। ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

ফিজিও থিহান চন্দ্রমোহনের পর্যবেক্ষণে ছিলেন সাকিব। পিঠের বাঁ দিকের মাংসপেশির চোটটা কিন্তু যথেষ্ট গুরুতরই ছিল। গতকাল সকালে হালকা জিম করলেও ব্যথাটা নাকি ভালোই ছিল।

টসের সময় অধিনায়ক মাশরাফি জানিয়ে দিয়েছেন, সাকিব থাকছেন না বাংলাদেশের একাদশে।

ট্যাগ: Bdnewshour24