banglanewspaper

কলকাতার নামি অভিনেতা ও পরিচালক অরিন্দম শীল। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আবর্ত’-এ অভিনয় করেছিলেন বাংলাদেশের জয়া আহসান। এটা জয়ারও কলকাতায় প্রথম ছবি ছিল। ওই ছবিতে অভিনয় দিয়ে অরিন্দমের মন ভরিয়েছিলেন বাংলাদেশি নায়িকা। সেই থেকে অরিন্দমের গুডবুকে জয়ার নাম। যার কারণে তার নির্মিতব্য ‘দারোগার দপ্তর’ ওয়েব সিরিজে ত্রৈলোক্যর মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অরিন্দম জয়াকেই বেছে নিয়েছেন।

এই ওয়েব সিরিজটি নির্মিত হবে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’ সিরিজের গল্প অবলম্বনে। এখানে জয়াকে দেখা যাবে একজন সিরিয়াল কিলারের ভূমিকায়। তাকে ঘিরেই ওয়েব সিরিজটির কাহিনি এগিয়ে যাবে। সেখানে ত্রৈলোক্য জয়ার প্রেমিক ও সঙ্গী চরিত্রে আছেন কালী বাবু। তিনি প্রতারক। সবাইকে ধোঁকা দিয়ে বেড়ান। অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতাও আছে তার। তাকে চোখে দেখা যায় না।

ত্রৈলোক্য ও কালী বাবুর পেছনে আছেন গোয়েন্দা প্রিয়নাথ মুখোপাধ্যায়। ত্রৈলোক্য ও কালী বাবুকে খুঁজে বের করার জন্য তার আবির্ভাব। পরিচালক অরিন্দম জানান, বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হবে ‘দারোগার দপ্তর’ ওয়েব সিরিজটি। তিনি বলেন, ‘বাংলায় এত ডিটেলে পিরিয়ড পিস ছবি এর আগে হয়নি। আমরা বড় ক্যানভাসে কাজ করব। সিরিয়াল কিলার ত্রৈলোক্যর সামাজিক অবস্থান, হত্যালীলা, আত্মগোপন এবং কলকাতা থেকে বেনারস পর্যন্ত যাত্রা, সবই থাকবে এই সিরিজে।’ 

ট্যাগ: Bdnewshour24