banglanewspaper

বলিউড অভিনেত্রী এষা দেওল ও তার স্বামী ভারত তাখতানির পরিবারে এলো নতুন অতিথি। সোমবার (১০ জুন) দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়েছেন এষা। এষা-ভারতের প্রথম সন্তান রাধ্যা তাখতানির জন্ম হয় ২০১৭ সালে।

চলতি বছরের শুরুতেই এষা দ্বিতীয়বারের মতো সন্তান সম্ভবা হওয়ার খবর জানান সামাজিক যোগাযোগমাধ্যমে। বড় মেয়ের নাম উল্লেখ করে এষা লিখেছিলেন, ‘রাধ্যা এবার বড় বোন হতে চলেছে।’

এবারও ফের কন্যা সন্তান জন্ম দেওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমেই জানালেন অভিনেত্রী এষা। একটি পোস্টারে লেখা, ‘মিরায়া তাখতানি তোমাকে স্বাগতম।’

এই পোস্টারটির সঙ্গে এষা ক্যাপশনে লিখেছেন, ‘সবার ভালোবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।’ এষার পোস্ট থেকেই বোঝা যাচ্ছে অভিনেত্রী তার দ্বিতীয় কন্যা সন্তানের নাম রেখেছেন মিরায়া তাখতানি।

২০১২ সালের ফেব্রুয়ারিতে বাগদানের পর একই বছরই জুনে বিয়ে করেন এষা ও ভারত। দু’জনেই ছোটবেলার বন্ধু।

নিজেদের পেশার জন্য আলাদা থাকলেও পরে ‘টেল মি ও খুদা’ সিনেমার শুটিং সেটে আবারও দেখা হয় এষা ও ভারতের। এরপরেই ভালোবেসে তারা একে অপরকে বিয়ে করেন। বড় মেয়ে জন্মের পর ‘কেকওয়াক’ নামের একটি শর্টফিল্মের মাধ্যমে রুপালি জগতে ফিরেছিলেন এষা।

ট্যাগ: bdnewshour24 কন্যা সন্তান এষা দেওল