banglanewspaper

ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বাংলাদেশের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের নতুন চলচ্চিত্র ‘দ্বীন-দ্য ডে’। ইতোমধ্যে ইরান ও বাংলাদেশের তিন শো ফিটে হয়েছে ছবিটির শুটিং। এরপর কিছু দিন বিরতি নিয়ে ফের ইরানে কাজ ছবি শুটিং হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ১৫ জনের বেশী একটি দল দিয়ে ইরানে গিয়েছেন অনন্ত-বর্ষা। যেখানে শুরু হয়েছে ‘দ্বীন-দ্য ডে’ -এর গানের দৃশ্যায়ন।

জানা গেছে, গানের চিত্রধারণের জন্য পুরো টিমকে ইরানের ‘মারানজাব‘ মরুভূমিতে প্রায় ৫৫ ডিগ্রি সেলসিয়াস তপমাত্রায় তীব্র গরম সহ্য করে শুটিং করতে হচ্ছে। গানের শুটিংয়ে অনন্ত-বর্ষা ছাড়াও অংশ নিচ্ছেন ইরানের প্রায় অর্ধশতাধিক নৃত্যশিল্পী।

এই গানে নতুন লুক ও স্টাইলে দেখা যাবে অনন্ত-বর্ষাকে। তাদের পোশাকে থাকবে ইরানি সংস্কৃতি ও ঐতিহ্য। ইরানের শুটিং শেষে এই গানের কিছু অংশের শুটিং হবে তুরস্কেও। 

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করছে অনন্ত’র প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম।

ট্যাগ: bdnewshour24