banglanewspaper

মনির হোসেন জীবন, নিজস্ব প্রতিনিধি: সাভারে মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী মিন্টু মোল্লা সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাস চালকের গ্রেফতারের দাবিতে গতকাল (১৫ই জুন, শনিবার) মানববন্ধন কর্মসূচী পালন করে নিহতের স্বজন, সহপাঠী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

মানববন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘাতক বাস চালককে গ্রেফতারের দাবী জানিয়েছিলেন মানববন্ধনে অংশগ্রহণ কারীরা। 

এরপরই সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ এর কৌশলী পদক্ষেপে অবশেষে হানিফ পরিবহনের ঘাতক বাস চালক ইয়ার আলীকে আশুলিয়ার নয়ারহাট থেকে গ্রেফতার করা হয়।

তবে এ বিষয়ে বিস্তারিত এখনো জানায়নি পুলিশ। আটককৃতের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।     

পুলিশের তৎপরতায় ঘাতক বাস চালককে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ও স্থানীয় জনগণ। সেই সাথে বাস চালকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এমনটাই দাবী সাধারণ মানুষদের।

উল্লেখ্য, গত (শুক্রবার,১৪ই জুন) দুপুরে সাভারের বলিয়াপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় মারা যান মিরপুর বাংলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিন্টু মোল্লা। নিহত মিন্টু মোল্লা কেরানীগঞ্জের আলীপুর পুনিহাটি এলাকার কেরামত আলীর ছেলে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ: bdnewshour24 সাভার