banglanewspaper

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ২৩ জুন রোববার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত।

এ উপলক্ষে এক বর্নাঢ্য র‍্যালি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, মো. মতিয়ার রহমান মিয়া, আনিসুর রহমান আনিস, মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খঃ নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জাকির তালুকদার প্রমুখ।

এ সময় বীর মুক্তিযুদ্ধা, আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন র‍্যালি ও আলোচনা সভায়।

ট্যাগ: bdnewshour24 নাগরপুর