banglanewspaper

চলমান বিশ্বকাপের সময়ই আত্মহত্যা করতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থার! দলের পারফরম্যান্সই তাঁকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।

বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমসহ গালফ নিউজ জানিয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ হারার পর এতটাই কষ্টে মুহ্যমান হয়ে পড়েন আর্থার যে আত্মহত্যা করতে ইচ্ছা হচ্ছিল তাঁর। 

গত ১৬ জুন ম্যানচেস্টারে ভারতের কাছে ৮৯ রানে পরাজিত হয় পাকিস্তান। এরপরই হতাশ সমর্থকরা পাকিস্তান দলের প্রতি ক্রোধে ফেটে পড়েন।

পাকিস্তান ওই ম্যাচ হারায় তাদের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা ঝুঁকির মুখে পড়ে যায়।

পরে অবশ্য গত রোববার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ চারে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছে পাকিস্তান। তবে সে ম্যাচের আগে প্রচণ্ড হতাশায় ভুগছিলেন পাকিস্তানের কোচ মিকি আর্থার।

তিনি বলেন, ‘এর আগের রোববার আত্মহত্যা করতে মন চাইছিল। তবে এটা কেবল একটা পারফরম্যান্স। এত দ্রুত সবকিছু ঘটে গেল। আপনি এক ম্যাচ হারলেন; এরপর আরেক ম্যাচ হারলেন; এটা বিশ্বকাপ; গণমাধ্যমের চুলচেরা বিশ্লেষণ; জনগণের প্রত্যাশা, আর তারপর রীতিমতো দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় আপনার। আমাদের তেমন পরিস্থিতি পার করতে হয়েছে।’

সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে তাদের সবকটি ম্যাচ জিততে হবে এবং নেট রানরেটও বাড়াতে হবে।

আগামীকাল বুধবার বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।

ট্যাগ: bdnewshour24 পাকিস্তান