banglanewspaper

শারীরিক অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার সকালে (২৬ জুন) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সুনীল শুভ রায় জানান, ‘পার্টির চেয়ারম্যান সিএমএইচে ভর্তি হয়ে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন। চিকিৎসকেরা তার দেখভাল করছেন। শরীর খারাপই বলা যেতে পারে। তার বয়স হয়েছে, এখন তো ৯২ বছর চলছে।’

জাপার প্রেসিডিয়ামের এই সদস্য আরও জানান, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় আছে। তাকে আপাতত দেশের বাইরে নেওয়ার কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদ মাসখানেক আগেও সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন।

ট্যাগ: bdnewshour24 এরশাদ