banglanewspaper

ময়মনসিংহের ভালুকায় একটি অ্যাম্বলেন্স খাদে পড়ে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার নিশিন্ধা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার নিশিন্ধা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি অ্যাম্বলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালকের সহকারী লক্ষীপুরের রায়পুর থানার বাখালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিজান ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

ভালুকা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, লাশ ও অ্যাম্বোলেন্স আমাদের হেফাজতে রয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ: bdnewshour24 ভালুকা অ্যাম্বলেন্স