banglanewspaper

ময়মনসিংহের ভালুকায় উপজেলায় পণ্যবাহী ট্রাক ও একটি মাছবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনে নাম জানা গেছে। তিনি হলেন নেত্রকোণা জেলার মাছ ব্যবসায়ী তাহের মিয়া (৪৫)। বাকিদের নাম-ঠিকানা জানা যায়নি।

এ বিষয়টি নিশ্চিত করে ভালুকা-ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, ঢাকাগামী একটি ট্রাককে পেছন দিক থেকে মাছবাহী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। ফলে পিকআপ ভ্যানটি ওই ট্রাকের ভেতরে ডুকে যায়।

এতে পিকআপ ভ্যানটির কেবিনে থাকা চালক, হেলপার (সহকারী) ও মাছের মালিক নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। 

নাম-পরিচয় শনাক্তের পর ময়না-তদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি। 

ট্যাগ: bdnewshour24 ময়মনসিংহ