banglanewspaper

আইসিসি র‌্যাংকিংয়ে বাংলাদেশ সর্বোচ্চ উঠেছিল ৭ নম্বর পর্যন্ত। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, এবার তাদের লক্ষ্য র‌্যাংকিংয়ে চার কিংবা পাঁচ নম্বরে উঠে আসা। এ জন্য যা যা করা প্রয়োজন তার সবই করতে চান তারা।

লন্ডনের অদূরে সংসদীয় বিশ্বকাপের খেলা দেখতে এসে মিডিয়ার সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। সেখানেই তিনি জানিয়েছেন আগামী দিনে নিজেদের লক্ষ্যের কথা। একই সঙ্গে সাকিব-তামিমদের জন্য সম্ভাব্য সেরা কোচও বাছাই করার কথা জানান তিনি।

নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে পাপন বলেন, ‘এখন আমাদের লক্ষ্য চার-পাঁচে উঠে আসা। এতদিন ছিল সাত-আট। এই চার-পাঁচে উঠে আসতে যা যা প্রয়োজন আমরা তাই করব।’

তবে বিসিবির দৃষ্টি এখন আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। সেখানে যত ভালো করা যায়, তার প্রস্তুতি এখন থেকেই নেয়ার কথা বলেন তিনি। এ জন্য কোচিং প্যানেলেও হয়তো নতুনত্ব আনতে পারেন তারা।

পাপন বলেন, ‘শুধু নতুন একজন কোচের দিকে তাকিয়ে থাকা যাবে না। এখন আমাদের ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা করব ভেবে-চিন্তেই করব এবং যাকে দিয়ে কাজ হবে তাকেই নেব।’

নতুন কাউকে নাকি পুরাতন কাউকে কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে? জানতে চাইলে পাপন বলেন, ‘নতুন কাউকে না পুরনো কাউকে সেটা এখনই বলা যাচ্ছে না। নতুন-পুরনোর ব্যাপার না। আমরা এখন থেকে চার-পাঁচ নম্বরে উঠতে চাই এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে চাই। যে ফরম্যাটে আমরা কোনো সময়ই ভালো খেলি না। এখন আমাদের লক্ষ্য উপরে ওঠা এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো খেলা। এ জন্য যাকে প্রয়োজন তাকে নেব। নতুন পুরনো প্রশ্ন নয়।’

ট্যাগ: bdnewshour24 আইসিসি