banglanewspaper

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদ পদোন্নতি পেয়ে মন্ত্রী আর নতুন প্রতিমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা শপথ নিতে যাচ্ছেন। আগামী ১৩ জুলাই তারা শপথ নেবেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

তিনি বলেন, 'যে দুইজনের নাম এসেছে তারাই শপথ নেবেন। আমরা শপথের জন্য প্রস্তুত রয়েছি। তারা দুজনই আপাতত শপথ নিচ্ছেন। ১৩ জুলাই সাড়ে ছয়টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে।'

জানা গেছে, গতকাল রাতে মন্ত্রিপরিষদ বিভাগে তাদের বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। এই দফায় খুবই সংক্ষিপ্ত আকারে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হচ্ছে।

এ বছর ৭ জানুয়ারি টানা তৃতীয় দফায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা শপথ নেয়। প্রধানমন্ত্রীসহ ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দফতর পরিবর্তন হয়। তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

ট্যাগ: bdnewshour24 শপথ