banglanewspaper

সৈয়দা কুমকুম খায়ের 

................................................

জগৎ সংসারে, মাগো ;

তুমি স্বর্গের ছবি।

ভালোবাসা চাওয়া ছাড়া,

তোমার  নেয়তো কোন দাবি। 

 

তোমার ছোট্ট পেটে,

জায়গা হয় সন্তানের;

সন্তানের বিশাল ফ্ল্যাটে, 

স্থান নেয় কেন মায়ের? 

 

সময়ের কাছে সন্তান সংসার, 

বড়োই বিচিত্র;

তাইতো লিখছি মাগো,

তোমারই স্বচিত্র।

 

গভীর অরণ্য ভয়তো নগন্য,

প্রভাতে মিলিবে সূর্যের দেখা।

আধার কেটে গেলে রাতে,

আলো নিয়ে আসবে রবি প্রভাতে।

জানালার পাশে আশ্রমেতে,

ভাবছে বসে দুঃখীনী মা যে...

 

জন্মের পরে কোলে তুলে খোকারে,

জীবনের রবি ভেবেছিলো অন্তরে। 

সে রবি আনিলো বৃদ্ধাশ্রমে তারে!

তাইতো ফিরে যায় স্মৃতির দুয়ারে। 

 

রাখতাম সদা চোখে চোখে,

কখন কোথায় হোঁচট খায় সে।

ফেললো খোকা প্রথম পা যে,

আসবে বলে আমার কোলে। 

 

খাবার দিয়ে বসতাম পাশে, 

খোকার জানি কি স্বাদ লাগে? 

আসতো ছুটে ঘুম আসিলে,  

রাখবে মাথা আমার  কোলে। 

 

কত স্বপ্ন দেখতাম নিত্য,

সকাল সন্ধ্যা প্রার্থনা প্রত্যহ,

খোকা একদিন হবে খ্যাত;

আজও মন চায় তা প্রতিনিয়ত।

 

জিজ্ঞেস করিলে খোকার কথা,

চোখের কোণে অশ্রু মাখা।

জানার  ইচ্ছে  সুপ্ত মনে।

 কখন আসিবে খোকা বৃদ্ধাশ্রমে?

ট্যাগ: bdnewshour24 বৃদ্ধাশ্রম