banglanewspaper

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘১/১১ এর সময় জেলে বসেই দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা।’

শনিবার ( ১৩ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘১৬ জুলাই জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস’ উপলক্ষে আলোচনা এক সভায় তিনি এসব কথা বলেন।  

কামরুল ইসলাম বলেন, ‘কারাগারে বসেই উন্নয়নে ছক কষেছিলেন তিনি। অন্যদের মত হা-হুতাশ করেননি। তার সেই স্বপ্নের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবিচল এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকতে হবে। লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে।’

এসময় তিনি সামাজিক অবক্ষয়ের কথা উল্লেখ করে বলেন, ‘সামাজিক অবক্ষয় আমাদের আতঙ্কিত করে। আমরা ক্রমন্বয় অন্ধকারে ধাবিত হচ্ছি। সামাজিক অবক্ষয়ের কারণে সংগঠিত অপরাধের নিহতদের পরিবারের জন্য হা-হুতাশ করে। তবে সরকার সামাজিক অবক্ষয়ের কারণে সংগঠিত অপরাধের দ্রুত বিচারের আওতায় আনছে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সামাজিক অবক্ষয়ের কারণে ক্রসফায়ার দেয়া হচ্ছে। আওয়ামী লীগ ক্রসফায়ার সমর্থন করে না, তবে ক্রসফায়ারের কারণে ভুক্তভোগী পরিবার স্বস্তি পায়। সামাজিক অবক্ষয়ের প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বিপ্লব করে এসকল পাপীদের নিবৃত্ত করতে হবে। এজন্য আমাদের রাজনীতির পাশাপাশি সামাজিক বিপ্লবের দায়িত্ব পালন করতে হবে।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আখতার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সুদীপ চন্দ্র হালদার, চিত্রনায়িকা শাহনূর প্রমুখ। 

ট্যাগ: bdnewshour24 কামরুল