banglanewspaper

খান মো. আসাদ উল্লাহ, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অফিস রুমে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে উক্ত বিভাগের শিক্ষার্থীরা। 

গতকাল রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিভাগের সামনে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে অবস্থান করে। গত মে মাসে বাংলা বিভাগের চেয়ারম্যানের প্রতি সব শিক্ষকরা অনাস্থা আনার পর পুনরায় নতুন করে অচল অবস্থা তৈরি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।

শিক্ষার্থীরা জানান, গত ২৫ মে ৭ম সেমিস্টারের পরীক্ষা শেষ হলেও বিভিন্ন জটিলতা ও শিক্ষকদের অন্তর্কোন্দলের কারণে ৮ ম সেমিস্টারের ক্লাস শুরু না করায় অফিস রুমে তালা লাগিয়ে দিয়েছেন তারা। ২০১৪-১৫ সেশনে জানুয়ারীতে অনার্স শেষ হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত ৮ম সেমিস্টারের ক্লাস শুরু হয়নি। আটকে আছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা, ক্লাস শুরু হচ্ছে না ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের। যার ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষার দাবিতে বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

বাংলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহসিনা হোসাইন জানান, "শিক্ষার্থীদের চাওয়া যৌক্তিক ।ক্লাস শুরু করা বিভাগের দায়িত্ব। ২০১৪-১৫ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে কোর্স বণ্টন করার জন্য গত ২ জুলাই একাডেমিক কমিটির মিটিং আহ্বান করা হয় কিন্তু বিভাগের কোন শিক্ষক সেই মিটিংয়ে উপস্থিত হয়নি।এবং শিক্ষকরা কোর্স সিলেক্ট না করায় ক্লাস শুরু করা যায়নি। শিক্ষকদের অসহযোগিতার জন্য ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। ছাত্রদের দ্রুত ক্লাস নেয়ার জন্য আমি প্রাণ পনে চেষ্টা করে যাচ্ছি। শিক্ষকদের প্রশাসনিক সব কাজ চলছে কিন্তু ক্লাস নিতে চাচ্ছেনা কেন? ছাত্রদের ক্লাস আটকে দিয়ে তারা আমার সাথে ক্ষোভ প্রকাশ করছে ।এ দায় তাদের নিতে হবে।"

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার বলেন, "চেয়ারম্যান একটা মিটিং কল করছে ৭ জনের কেউ যাইনি এটা তার ব্যর্থতা। আমরা তার প্রতি অনাস্থা এনেছি তাই প্রশাসনিক কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার সাথে কোন কাজ করবো না। তার অযোগ্যতা, ব্যর্থতা, সমন্বয়হীনতার জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার্থীরা ক্ষতির শিকার হচ্ছে তাদের ক্লাস হওয়া দরকার। এ ব্যর্থতার দায়ভার তার।"

ট্যাগ: bdnewshour24 বরিশাল বিশ্ববিদ্যালয়