banglanewspaper

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ দুই দিনব্যাপী মেশিন লার্নিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ১২ ও ১৩ জুলাই আইপে এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন আইসিটি সেক্টরে র্কমরত ৩৫ জন প্রকৌশলী।

লিংকড ইন-এর ডাটা সাইন্টিস্ট ডঃ বদরুল মুনির সারওয়ার কর্মশালাটিতে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকলকে সনদ পত্র প্রদান করা হয়।

কর্মশালার সমাপনীতে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ডক্টর আবদুল মান্নান চৌধুরী, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, আইপে’র সিইও জাকারিয়া স্বপন ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই বিভাগের প্রধান কাজী হাসান রবিন প্রমুখ।

ট্যাগ: bdnewshour24 ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অধ্যাপক ডক্টর আবদুল মান্নান চৌধুরী অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী