banglanewspaper

নিজস্ব প্রতিনিধি: ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও মালয়েশিয়ার টুন্ আবদুল রাজ্জাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে।১৫ জুলাই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সেমিনার রুমে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী ও মালয়েশিয়ার টুন্ আবদুল রাজ্জাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দাতিন পাদুকা ডক্টর সামসীনার এমডি সিদিন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।

শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ কার্যক্রমে উভয় পক্ষেও স্বার্থ সংরক্ষণ করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও মালয়েশিয়ার টুন্ আবদুল রাজ্জাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

টুন্ আবদুল রাজ্জাক বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অফ বিজনেস এর ডিন, সহযোগী অধ্যাপক ডক্টও গাজী মোহাম্মদ নূরুল ইসলাম এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম মোল্লা এই সমঝোতা স্বারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 ওয়ার্ল্ড ইউনিভার্সিটি মালয়েশিয়া