banglanewspaper

আলফাজ সরকার আকাশ শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা অজ্ঞাত এক রোগী (৩৫) এর স্বজন খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

১৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় এমন কথা জানায় হাসপাতালের জরুরী বিভাগ।

লোকটিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ও সুফিয়া কটন মিলের অপারেটর আলম মিয়া জানান, আজ সকালে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার রোডের পাশে বালুর উপর পড়েছিল অজ্ঞাত এই লোকটি। পরে পুলিশকে খবর দিলে তাদের সহায়তায় হাসপাতালে নিয়ে আসা হয়।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসনিয়া জানান,  সকাল ১১টায় ওই অজ্ঞাত রোগীটিকে একজন পথচারী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা লোকটিকে অজানা বিষক্রিয়া জাতীয়  ঔষধ খাইয়ে দিয়েছে।

আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে দিয়েছি। এখনো জ্ঞান ফিরেনি। তার স্বজনদের সন্ধান পেলে রোগীর চিকিৎসা আরো সহজ হতো।

ট্যাগ: bdnewshour24 অজ্ঞাত রোগী শ্রীপুর