banglanewspaper

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ "মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি" এই প্রতিপাদ্য নিয়ে মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করলেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।

এ উপলক্ষে উপজেলা চত্তর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জলাশয়ে মাছ অবমুক্ত করে উপজেলা মিলনায়তন হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

প্রধান অতিথি জনাব টিটু বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী।বঙ্গবন্ধুর সোনার  বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমিষের ঘাটতি পূরনে আমাদের এলাকার প্রতিটি জলাশয়ে মাছের চাষ করতে হবে এবং নাগরপুরে মৎস্য হেচারী স্থাপনের মাধ্যমে এলাকার  তথা দেশের মাছের চাহিদা মিটিয়ে মাছ রপ্তানি করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, ইসলামী ফাউন্ডেশন টাঙ্গাইলের উপ-পরিচালক  মোহাম্মদ আলী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) গোলাম মোস্তফা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মো. মোকাদ্দেছ আলী, বিভিন্ন ইউপি চেয়াম্যান, মৎস্য চাষী সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ।

ট্যাগ: bdnewshour24 নাগরপুর মৎস্য সপ্তাহ