banglanewspaper

নাটোর প্রতিনিধি: নাটোরে ধর্ষণ এবং শিশু নির্যাতন রোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন লাইফের আয়োজনে সকালে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় মানববন্ধনে বক্তব্য দেন, নাটোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামা বসাক, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘দেশব্যাপী হঠাৎ করেই নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতন বেড়ে গেছে। এই যৌন সহিংসতা রোধে সামাজিক সুরক্ষা দেয়াল তৈরী এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান তারা।’

ট্যাগ: bdnewshour24 নাটোর