banglanewspaper

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকলে উপজেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ।

সন্মনিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু।

কর্মী সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন।

উপজেলা যুবদলের সভাপতি একরামুল বারী রঞ্জুর সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপু, রুহুল আমিন মুক্তার, সরদার ছাইফুল ইসলাম সাজু, জেড এইচ খান মানিক, সঞ্জয় কুমার দাস, কহিনুর ইসলাম মিলি, দেওয়ান ফারুক, আত্রাই থানা বিএনপি’র আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, থানা আহবায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান , আব্দুল মান্নান সরদার, এ কে আজাদ পারভেজ, রফিকুল ইসলাম রফিক, থানা যুবদল সাধারণ সম্পাদক পারভেজ ইকবাল, আজাদ আলী, যুবনেতা নাসির উদ্দিন চঞ্চল, আশরাফুল ইসলাম লিটন, থানা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির রতন, মহিলা নেত্রী মোছাঃ মেরিনা বেগমসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ।

বক্তারা বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের নির্দেশে সারাদেশে যুবদল নেতার্মীদের ঐক্যবদ্ধ ও গতিশীল করার জন্য দলকে সু-সংগঠিত করতে হবে। এজন্য সকল দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান নেতরা।

ট্যাগ: bdnewshour24 আত্রাই