banglanewspaper

রাজনীতিতে নাম লিখিয়েই বাজিমাত করেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথমবারই বিজয়ী হয়েছেন বিপুল ভোটে। এরইমধ্যে শপথও নিয়েছেন এমপি হিসেবে। 

এমপি হওয়ার পরই গুঞ্জন সত্যি করে দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছেন নায়িকা। বিয়ের পরই এবার ভক্তদের সুখবর দিলেন এই টালিউড অভিনেত্রী। 

নির্বাচন আর বিয়ের ব্যস্ততা কাটিয়ে এবার নতুন ছবিতে কাজ শুরু করছেন নুসরাত। ‘রসগোল্লা’ খ্যাত পরিচালক পাভেল এর নতুন ছবি ‘অসুর’ এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শিগগির ছবিটির শুটিং ফ্লোরে নুসরাত যুক্ত হচ্ছে বলে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে বলা হয়েছে। কলকাতা ও বোলপুরে ‘অসুর’ ছবির শুটিং হবে। 

পরিচালক পাভেল জানান, ‘ত্রিভূজ প্রেমের কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে ‘অসুর’ ছবিটি। যেখানে তিন বন্ধুর প্রেম-ভালোবাসার গল্প উঠে এসেছে। ছবিটিতে নুসরাতের বিপরীতে ভিন্ন লুকে দেখা যাবে জিৎকে।’
 

ট্যাগ: bdnewshour24 নুসরাত