banglanewspaper

রাজধানীর উত্তর পূর্ব বাড্ডায় গণপিটুনি দিয়ে নারী হত্যার ঘটনায় ৩ যুবককে আটক করেছে পুলিশ। এরা হলেন, জাফর, শাহীন ও বাপ্পী।

শনিবার (২১ জুলাই) রাতে মোবাইল ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছে বলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ যুবককে বাড্ডা থেকে আটক করা হয়েছে।

ওসি বলেন, ঘটনার প্রেক্ষাপট, ঘটনায় জড়িত এবং পেছনের রহস্য জানতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো হবে।

এছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে বলে জানান ওসি।

ট্যাগ: bdnewshour24 বাড্ডা