banglanewspaper

দেশের মহাসড়কের অবস্থা ভালো, ঈদযাত্রায় সড়কের কারণে যানজট সৃষ্টি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২২ জুলাই) সচিবালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঈদুল আজহার প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, ‘সম্ভবত ঈদুল আজহা আগস্টের ১২ থেকে ১৪ তারিখের মধ্যে হবে। প্রস্তুতির বিষয়ে বলতে চাই, দেশের মহাসড়কের অবস্থা ভালো। সড়কের কারণে যানজট সৃষ্টি হবে না। তবে দেশের বন্যা কবলিত এলাকার সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে।’

‘হাইওয়েগুলোর কোথাও কোনো সমস্যা সৃষ্টি হওয়ার কারণ নেই। আমাদের কতগুলো বিষয় আছে, যেমন ঈদুল আজহায় যত্রতত্র কোরবানির পশুর হাট বসানো হয়। সেটা করা যাবে না। হাইওয়ের পাশে যেন পশুর হাট না বসে সে বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়েছে,’ বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘ঢাকা সিটিতেও পশুর হাট বসানো যেন শৃঙ্খলার মধ্যে থাকে, জন দুর্ভোগ সৃষ্টি না হয়, সে ব্যাপারে সিটি করপোরেশনকে লক্ষ রাখতে অনুরোধ করা হয়েছে। আশা করি, তারা গতবারের মতো এবারও এতে গুরুত্ব দেবে।’

 

ট্যাগ: bdnewshour24 কাদের ঈদ