banglanewspaper

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডাব্লিউইউবি)-এর সঙ্গে করপোরেট চুক্তি করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরফলে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ওয়ালটন কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য এক্সেসরিজ ক্রয়ে ১৪ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। থাকছে ডিসকাউন্টসহ ইএমআই সুবিধা। 

বুধবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডির প্রধান শাখায় এই চুক্তি সম্পাদিত হয়। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এবং ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার লিয়াকত আলী-এর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মীর ওয়াহিদুন নবী এবং ডাব্লিউইউবি-এর রেজিস্ট্রারার প্রফেসর আব্দুস সালাম মোল্লাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন ডিজি-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের অধীনে গাজীপুরের চন্দ্রায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ সমৃদ্ধ কারখানায় ওয়ালটন কম্পিউটার ও ল্যাপটপ তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা যাতে প্রযুক্তিগত শিক্ষা লাভ করে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারেন, সেজন্য ওয়ালটন কম্পিউটার, ল্যাপটপ ও বিভিন্ন এক্সেসরিজ ক্রয়ে তাদের বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। এছাড়া, ডাব্লিউইউবি-এর শিক্ষার্থীরা ওয়ালটনে ইন্টার্নশিপ করতে পারবেন বলেও জানানো হয়।

চুক্তির শর্ত থেকে জানা যায়, ডাব্লিউইউবি’র শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দেশের যে কোনো ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ, ডেক্সটপ এবং মনিটর নগদ মূল্যে ক্রয়ের ক্ষেত্রে ১০ শতাংশ, র‍্যাম এবং এএসডি কার্ড ও রাউটারে ১২ শতাংশ এবং কিবোর্ড, মাউস, পেনড্রাইভ, এসডি কার্ড, ইয়ারফোন ইত্যাদিতে ১৪ শতাংশ মূল্যছাড় পাবেন। উক্ত পণ্যগুলো ৩ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট) সুবিধায় কিনলে মূল্যছাড়ের পরিমাণ যথাক্রমে ৮, ১০ এবং ১২ শতাংশ এবং ৬ মাসের ইএমআই-এর ক্ষেত্রে ৬, ৮ এবং ১০ শতাংশ।

ওয়ালটন কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বাজারে রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২৩ মডেলের ল্যাপটপ, ১৩ মডেলের ডেক্সটপ এবং ৪ মডেলের মনিটর। ওয়ালটনের কম্পিউটার এক্সেসরিজে রয়েছে বিভিন্ন মডেলের গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড ও মাউস, পেন ড্রাইভ, এসএসডি ও মেমোরি কার্ড, ইয়ারফোন, র‍্যাম ও ওয়াইফাই রাউটার।

সব মডেলের ওয়ালটন ল্যাপটপে থাকছে সর্বোচ্চ ২ বছরের এবং ডেস্কটপ পিসিতে সর্বোচ্চ ৩ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।
 

ট্যাগ: bdnewshour24 ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডাব্লিউইউবি উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী ড. আবদুল মান্নান চৌধুরী অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী