banglanewspaper

নাটোর প্রতিনিধি: নাটোরে ‘বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্য নিয়ে মশক নিধন ও পরিচ্ছনতা অভিযান শুরু হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত নাটোরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ পালন করা হবে।

বৃহস্পতিবার সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত পথসভায় পধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রত্মা আহমেদ।

আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পৌর মেয়র উমা চৌধুরী জলি। এসময় বাড়ির আঙ্গিনাসহ চারপাশ পরিস্কার রাখার জন্য বলা হয়। পরে  তারা শহরের নিচাবাজার এলাকায় সাধারণ মানুষদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

ট্যাগ: bdnewshour24 নাটোর