banglanewspaper

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এক  সাংবাদিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ।আটক আব্দুল আলীম (৩৫) দৌলতপুর ইউনিয়নের মল্লিকপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

ওসি বজলুর রশীদ বলেন, `আলীমের দাবি তিনি আমার সংবাদ ও সিএনএন বাংলা টিভির পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি। জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য কথিত সাংবাদিক আলীম তার নিজের ফেইসবুক আইডি থেকে ছেলেধরা বিষয়ে একটি লেখা পোস্ট করেন। এতে এলাকার মানুষদের মধ্যে ভীতি ছড়ায়। এ কারণে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে আটক করা হয়।'

তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ট্যাগ: bdnewshour24 ঠাকুরগাঁও