banglanewspaper

‘ব্যাটিংটা ভুলেই গেছে বাংলাদেশ’- দীর্ঘশ্বাস ছেড়ে যেকোনও টাইগার সমর্থক এটা বলতেই পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে তামিমদের ব্যাটিংয়ে যে হতশ্রী চেহারা ফুটে উঠেছে তাতে করে এখন হোয়াইটওয়াশ এড়ানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায় প্রায় নিশ্চিত। এই সিরিজই হতে পারে লঙ্কান শিবিরে হাথুরুর শেষ সিরিজ। তবে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা যেভাবে হেসেখেলে সিরিজটা জিতে নিয়েছে এর পর হাথুরুকে রেখে দেয়া নিয়ে আবারও ভাবতে পারে লঙ্কান ক্রিকেট বোর্ড। 

তবে বাংলাদেশ সিরিজ হারলেও হোটেল লবিতে অধিনায়ক তামিমকে সান্ত্বনা দিতে ভুলেননি সাবেক গুরু হাথুরুসিংহে। 

তামিমকে সান্ত্বনা দিতে গিয়ে হাথুরু বলেন, ‘তোমাদের তো অনেকেই আসেনি এই সিরিজে। সাকিব নেই, সাইফুদ্দিন নেই। দুজনেই ফর্মে ছিল। ওরা এলে আরও ভালো খেলতে বাংলাদেশ।’

খোদ মাশরাফিও যে এই সিরিজে নেই সেটি সাবেক শিক্ষককে মনে করিয়ে দিতে হলো তামিমের। তখনই হাথুরু হেসে বলেন, ‘হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম।’

এর পর দুজনে হাঁটতে হাঁটতে লিফটের সামনে দাঁড়িয়ে জমিয়ে গল্প শুরু করলেন। এর আগেই সিরিজ জয়ের স্বস্তি নিয়ে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে কোথায় যেন বেরিয়ে যেতে দেখা যায়। 

ট্যাগ: bdnewshour24 তামিম