banglanewspaper

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের উপাচার্য প্যানেল নির্বাচন করেছে সিনেট। তবে সিনেটের বিশেষ অধিবেশন বর্জন করেছে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল। নির্বাচিত সদস্যদের তিনজনই আওয়ামী লীগপন্থী নীল দলের।

বুধবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আওয়ামীপন্থী এই তিন সদস্যের উপাচার্য প্যানেল কণ্ঠভোটে পাস হয়েছে। অধিবেশনে ৮৫ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন বলে জানা যায়।

এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল নির্বাচিত হয়েছেন।

বিএনপিপন্থী সাদা দলের সিনেট অধিবেশন বর্জন এবং আওয়ামী লীগপন্থী শিক্ষকদের পেশ করা উপাচার্য প্যানেল নিয়ে মতানৈক্য না থাকায় ভোটাভুটি হয়নি।

নির্বাচিত এই প্যানেল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়নের জন্য আচার্য (প্রেসিডেন্ট) আব্দুল হামিদের কাছে পাঠানো হবে। সেখান থেকে একজনকে উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেবেন তিনি।

ট্যাগ: bdnewshour24 ঢাবি