banglanewspaper

সৈয়দা কুমকুম খায়ের

.............................................

চোখে রোজ

দেখে কতই,

তার দেখাটা,

বিশ্বাস করে লই।

 

সে দেখার মাঝে,

অদেখা হয়ে রই;

হাসি মাখা মুখে,

ব্যথিত হৃদয়।

 

জলের বুকেতে দেখি,

মাছের আবাস;

সে জলেতে থাকে,

হাঙ্গরের বাস!

 

সাগর, নদীর জল,

নিভায় পিপাস।      

সেই জল বন্যা হয়ে,

করে জীবন বিনাশ!

 

বৃক্ষতে শত রূপের,

ফল দেখা যায়।

সেই ফলের গুণ, 

বোঝা বড় দায়!

 

বাহিরে যে ফল 

শক্ত দেখায়,

জলে,রসে ভরপুর 

থাকে যে হেথায়। 

 

অট্টালিকায় দেখে ভাবি,

আছে কত সুখে!

অনিদ্রায় কাটে রাত, 

সম্পদের মোহে।

 

ভালোবেসে হাত ধরে,

 ঘুরে দিন ভর;

বেলা শেষে দেখবে তারে, 

করছে অন্যের ঘর।

 

কঠিন বাস্তবতা, 

বড় যে নিষ্ঠুর;

কেরে নেই যেন, 

জীবনের গড়া সুর।

 

চোখে দেখি ভালোবাসা 

কত যে মধুর, 

তৃষ্ণাক্ত মন তার,

বেদনায় ভরপুর।

 

চোখে দেখে তাই,

চাক্ষুষ যাহা পায়;

সত্য বোঝার সাধ্য,

তাহার কাছে নাই!

 

তবু জগৎ তারে 

সাক্ষী করে লয়।

সে রায়ে কি! 

হবে কভু সত্যের জয়?

ট্যাগ: bdnewshour24 সৈয়দা কুমকুম খায়ের