banglanewspaper

শরীয়তপুর প্রতিনিধি: প্রবীণদের জন্য শরীয়তপুরে প্রবীণ হিতৈষী সংঘের ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার শরীয়তপুর শহরের পালং বাজার পৌর মার্কেটের সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল ফজল মাস্টার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক মাসুক আলী দেওয়ান, যুগ্ম সম্পাদক ও স্বাস্থ্য কমিটির আহবায়ক আব্দুস সামাদ বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী দিনে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা শতাধিক প্রবীণ রোগীদের নানা ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়াও প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার এ স্বাস্থ্য সেবা প্রদান করা হবেও জানান আয়োজকরা।

ট্যাগ: bdnewshour24 শরীয়তপুর