banglanewspaper

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলার ১৪ ঘণ্টা যেতে না যেতেই ফের হামলা হলো দেশটির ওহাইও অঙ্গরাজ্যের ডেটনে। এতে মোট ১০ জন নিহত হয়, আহত হয় আরও ১৬ জন। 

 বিবিসি জানায়, রবিবার (৪ আগস্ট) স্থানীয় সময় রাত ১‌টায় ওহাইও অঙ্গরাজ্যের ওরেগন জেলার একটি বারের বাইরে এ হামলার ঘটনা ঘটে।

হামলার পর স্থানীয় এক হাসপাতালে হতাহতদের ভর্তি করা হয়। হামলার পর হামলাকারীও নিহত হয়েছে। 

হামলার পর পুলিশ ওরেগনের ই৫ স্ট্রিট এবং ওয়েইন এভিনিউয়ের আশপাশের এলাকা ঘিরে ফেলে। মুহূর্তের মধ্য্ পৌঁছে যায় এফবিআই সদস্যরাও। 

এর আগে, শনিবার (৩ আগস্ট) স্থানীয় সময় সকালে টেক্সাস অঙঙ্গরাজ্যে অবস্থিত ওয়ালমার্টের একটি শাখায় বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হয়, আহত হয় আরও ২৪ জন। হামলাকারী শ্বেতাঙ্গ সন্ত্রাসীকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। 

ট্যাগ: bdnewshour যুক্তরাষ্ট্র