banglanewspaper

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্ত্রী শারমিন আরা শাপলা (২৪)। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সোমবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন আরা।

আবহাওয়া অধিদফতরে সহকারী পরিচালক আসমিমা ইমাম বলেন, তিনদিন আগে একটি প্রশিক্ষণে অংশ নিতে অফিস থেকে কোরিয়া পাঠানো হয়েছে নাজমুল হককে। সেখানে যাওয়ার আগে গ্রামের বাড়ি গাইবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে রেখে আসেন তিনি। গাইবান্ধা যাওয়ার পর শারমিন আরার ডেঙ্গু ধরা পড়ে।

দ্রুত তাকে ঢাকায় এনে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শারমিন আরা শাপলার মৃত্যু হয়।

ট্যাগ: bdnewshour ডেঙ্গু