banglanewspaper

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে নুসরাত জাহানের বন্ধুত্ব নিয়ে চর্চা হয়েছে বিস্তর। বিয়েতে টলিউড থেকে একমাত্র মিমিই হাজির ছিলেন নুসরাতের বিয়েতে।

কিন্তু বন্ধু দিবসে জানা গেল, নুসরাতের সবচেয়ে কাছের বন্ধুটি মিমি নন। অন্য কেউ। তার নাম স্বরাজ পারেখ। ইনস্টাগ্রামে দুজনেই ছবি পোস্ট করে একে অন্যকে শুভেচ্ছা জানিয়েছেন।

স্বরাজ নাকি নুসরাতের স্কুল জীবনের বন্ধু। নুসরাত স্কুলে পড়ার সময় প্রায়ই কমার্স বই নিয়ে যেতে ভুলে যেতেন। আর তার শাস্তি হিসাবে শিক্ষক তাকে ১০০ বার লিখতে বলতেন যে তিনি বই আনতে আর কখনও ভুলবেন না। তবে নুসরাত সেকথা লেখেননি। তার শাস্তি কমাতে বাধ্য হয়ে বন্ধু স্বরাজই সেকথা লিখে দেন। তখন থেকেই তাদের বন্ধুত্ব।

৪ আগস্ট ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধু স্বরাজের সঙ্গে বিভিন্ন ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ভিডিও তার অন্যান্য বন্ধু পূজা প্রসাদ, মিমি চক্রবর্তীদের ট্যাগও করেছেন তিনি।

ট্যাগ: bdnewshour24 নুসরাত স্বরাজ