banglanewspaper

জাহিদুল ইসলাম মেহেদীঃ বরগুনা সদর উপজেলাধীন পৌরসভার অন্তর্গত ২৭নং কড়ইতলা মাইঠা মৌজায় অবস্থিত  কালিবাড়ী এলাকার হতদরিদ্র শ্রমজীবী শতাধিক হিন্দু সম্প্রদায়ের  অধিগ্রহনকৃত পতিত বাপ-দাদার বসত-ভিটা ফেরত দানের দাবীতে মানববন্ধন করেছেন, অধিগ্রহনকৃত পতিত ভূমি অবমুক্তি সনাতন সংঘ।

সোমবার (৫আগস্ট) সকাল ১০ টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যপি এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সংগঠনটির সভাপতি বাবুল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র রইসুল আলম রিপন, সংগঠনটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত দাস, মিলন দাস, জেলা তাঁতিলিগের সদস্য সচিব উজ্জ্বল চক্র রায় প্রমূখ। তাঁরা বলেন, আবেদনকৃত তফসিলভুক্ত  বসত ভিটা জে.এল নং ২৭,মৌজাঃ কড়ইতলা এস.এ খতিয়ান নং ৯৬০/৯৯১/৯৯২/৪০৭/১১১১/৯২০/৯২১/৬৭৬/৬৭৭/৯৯৯/৩৮৬/৯২৪/৫৯৯/৮৭৯/৯১৯/৮৮৯ মোট প্রার্থিত জমির পরিমান ৮.০০ একর (১৯৬১-৬২ ইং)  সমস্ত জমিজমা অধিগ্রহন করা হয়।

কিন্তু দীর্ঘ ৬০ বছর এই জমি প্রয়োজন না হওয়ায় ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের ওই জমি থেকে পৈত্রিক ভিটা ফেরত দানের জন্য মানববন্ধন শেষে বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি প্রেরণ করা হয়।

ট্যাগ: bdnewshour24 বরগুনা