banglanewspaper

বিয়ের সাত বছর সম্পূর্ণ। বড় হচ্ছে নবাব পুত্র তৈমুরও। কিন্তু এবার বেগমের মনে কী ফের আরও একবার ফুটছে বিয়ের ফুল? তবে পাত্র কে? সাইফ নাকি বেগমের মনে হানা দিল অন্য কোনও পুরুষ? কারিনা কাপুর খানের লেটেস্ট ইনস্টাগ্রাম পোস্টে নেটিজেনের মনে জেগেছে এমনই প্রশ্ন।

শিমারি গোল্ড বিয়ের লেহেঙ্গায় নীল ও গোলাপির টাচ। গোটা গায়ে সুক্ষ্ম জরির হাতের কাজ। কনের সাজে মোহময়ী কারিনা।

৩৮ বছরের কারিনা ফের ক্যামেরায় ধরা দিলেন কনের সাজে। পরনে প্যাস্টেল শেডের অফশোল্ডার ক্রপ টপ ও স্কার্ট। বিয়ের রিসেপশনে এমন সাজ চোখ ধাঁধিয়ে দিতে বাধ্য।

যেন কোনও সুন্দর স্বপ্ন। বিয়ের অনুষ্ঠানে প্রত্যেক কনেই নিজেকে এমন মোহময়ী দেখতে চান। আবারও কনের সাজে ঝড় তুললেন নেটিজেনদের মনে।

সম্প্রতি এক ম্যাগাজিনের জন্য ব্রাইডাল লুকে সামনে এলেন কারিনা। ২০১২-এ বেগম শর্মিলা ঠাকুরের লেহেঙ্গায় নিজের বিয়ের অনুষ্ঠানে সেজেছিলেন সাইফ পত্নী। ক্যালেন্ডারের পাতা উল্টে সময় এগোলেও ছাপ পড়েনি কারিনার রূপে।

ট্যাগ: bdnewshour24 বিয়ে কারিনা